কলকাতা ব্যুরো: বিধানসভা ভোটে ক্ষমতা দখলের লক্ষ্যে পাঁচ মাস আগেই কোমর বেঁধে রাজ্যে নামছে বিজেপি। শুধুমাত্র প্রথম সারির কয়েকজন নেতাকে পাঠানোই নয়, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মাসে দুবার করে রাজ্যে আসার পরিকল্পনায় শেষ কথা নয়, ২৯৪ টি বিধানসভা আসনের লড়াইয়ের সেনাপতি হিসেবে সর্বভারতীয় স্তরের ২৯৪ জন নেতাকে এ রা জ্যে পাঠাচ্ছে বিজেপি। একইসঙ্গে ৪৫ জনের একটি টিম তৈরি করা হবে প্রতিটি বিধানসভার জন্য।
বাইরে থেকে আসা নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে ভোটের অংক কষবেন বিধানসভা ধরে ধরে। তবে শুধুমাত্র ভোটের আগে শেষ মুহূর্তে এসে উপর থেকে দেখা নয়, আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে, এমনকি মন্ত্রী পদে থাকা নেতাদের রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে বিধানসভা এলাকায় দায়িত্ব দিয়ে।
মূলত বিহার, উত্তর প্রদেশ, গুজরাট, কর্ণাটক থেকে ওইসব দায়িত্বশীল নেতাদের বাংলায় পাঠানোর পরিকল্পনা করেছেন অমিত শাহ ও জে পি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা।
শেষ নয় এখানেই। শুধু বিজেপি নেতাদের পাঠিয়েই কাজ শেষ করছে না দল। এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দায়িত্বশীল নেতাদের এরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। যেভাবে লোকসভা ভোটে ৪২ টি আসনের মধ্যে ১৮ টি দখল হয়েছিল, সেভাবেই আরএসএস নেতাদের এখন থেকে জেলায় জেলায় পাঠিয়ে সংগঠনের প্রচার এবং মানুষের মাথায় বিজেপি সম্পর্কে ভালো ধারনা তৈরি করার দায়িত্ব দিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব।
যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান করেছিলেন, তার থেকেও অনেক বড় সংগঠন দিয়ে এখন থেকে চাপ তৈরি করে তৃণমূলকে মানসিকভাবে দুর্বল করতে কোন পথ ছাড়ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফলে আগামী বছর পাঁচটি রাজ্যের ভোট থাকলেও, এখন থেকেই বোঝা যাচ্ছে বিজেপির নজর একমাত্র বাংলা।
Previous Articleআজ আট মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা বৈঠক
Next Article আজকের সোনা – রুপোর দর