কলকাতা ব্যুরো: এবার ডাকটিকিটে জায়গা পাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের তিন মন্দির। দেশের টেরাকোটা শিল্প শৈলীর সাতটি মন্দির জায়গা পাচ্ছে। তার মধ্যে রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার তিনটি মন্দির। তার মধ্যে রয়েছে বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির, শ্যমরাজ মন্দির ও মদন মোহন মন্দির।
এছাড়া কালনার লালজি মন্দিরও রয়েছে ওই সাত মন্দিরের তালিকায়। আগস্টেই এই ঘোষণা করেছিল ইন্ডিয়া পোস্ট। তা ছাপা হয়ে গিয়েছে বলে জানা গেছে।