কলকাতা ব্যুরো : এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল বিমল গুরুংকে। আজ সেই বিমল গুরুং কে হঠাৎই দেখা গেল সল্টলেকের গোর্খা ভবনের বাইরে। কোনো পুলিশ তাকে ধরার চেষ্টা করেনি। গোর্খা ভবনের গেট না খোলায় তিনি সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান। এরপরই হঠাৎ করেই তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন ধর্মতলার গ্রেট ইস্টার্ন হোটেলে।
সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এতদিন পর্যন্ত বিজেপির সঙ্গে থাকার ফলে তার কোন উপকার হয় নি। রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কিছু হয়না। তাই তিনি ঠিক করেছেন বিজেপির সঙ্গ ত্যাগ করে ২০২১ এর ভোটে মমতা ব্যানার্জি ও তৃণমূলকে তিনি সমর্থন করবেন। হঠাৎ এই ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়াতে রাজনৈতিক মহল হতবাক। তিনি ওই সাংবাদিক সম্মেলনে আরও জানান যে তৃণমূল কংগ্রেস ও তার দল কিছুদিনের মধ্যেই একটি যৌথ বিবৃতি জারি করবে। তবে গোর্খাল্যান্ড আন্দোলন থেকে তিনি একচুলও সরে আসছেন না।