কলকাতা ব্যুরো: ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দফার বিধানসভার নির্বাচন। ২৪৩ আসন সংখ্যা বিশিষ্ট ওই বিধানসভার ভোট নেওয়া হবে ২৮অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর। ইতিমধ্যে বিহার ভোটে আসন রফা চূড়ান্ত করেছে শাসক এবং বিরোধী দুই শিবিরই। নীতিশ কুমারের জেডিইউ এবং বিজেপি দুজনেই লড়বে ৫০ শতাংশ আসনে। নিজেদের আসন থেকে জিতেন রামকে আসন ছাড়বে জেডিইউ এবং রামবিলাস পাসওয়ানকে তাদের প্রাপ্য আসন থেকে সিট ছাড়বে বিজেপি। অন্যদিকে, বিরোধী শিবিরে ১৪৪ আসনে লড়বে লালু প্রসাদ যাদবের আরজেডি। কংগ্রেস লড়বে ৭০ আসনে। বামেদের ছাড়া হয়েছে ২৯ আসন। তার মধ্যে সিপিআই (এমএল) ১৯টি, সিপিআই ৬ টি এবং ৪ টি আসনে লড়বে সিপিআই(এম)। বিরোধী শিবিরের নেতা হচ্ছেন তেজস্বী যাদব।
Previous Articleশুধু দেখার জন্যই যাওয়া যেতে পারে অটল টানেলে
Next Article মশলা ছাড়া অন্য বলিউড: অভিনয়ে এখনও শ্রেষ্ঠ অমিতাভ