কলকাতা ব্যুরো: তিন পর্বে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের বিধানসভার নির্বাচন। ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। ফল ঘোষণা হবে ১০নভেম্বর। শুক্রবার নয়া দিল্লিতে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচন হবে তিন দফায়। প্রথম দফায় ১৬ জেলার ৭১ আসনে,দ্বিতীয় দফায় ১৭ জেলার ৯৪ আসনে এবং তৃতীয় দফায় ১৫ জেলার ৭৮ আসনে ভোট গ্রহণ করা হবে। সুনীল অরোরা জানান, মাওবাদী কবলিত এককাগুলি বাদে সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ভোট নেওয়া হবে। শেষ এক ঘন্টা বরাদ্দ থাকবে করোনা রোগীদের জন্য।

অরোরা জানান, কোভিড -১৯ পরিস্থিতির কারণে বাহিনীকে যত কম সম্ভব এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো দরকার। সে কথা মাথায় রেখেই বিহার নির্বাচন তিন দফায় করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version