কলকাতা ব্যুরো: মোটের উপর সবকিছু ঠিকঠাক চললেও তাল কাটলো একদম শেষ পর্বে। ভবানীপুরে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িতে ভাঙচুরের অভিযোগে উত্তাল হয়ে উঠলো গোটা এলাকা। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পদ্মপুকুর মোড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী তার গাড়ি ঘিকে ধরে বলে। তারা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ বিজেপি নেতার। হামলার ঘটনায় কল্যাণ চৌবের গাড়ির কাচ ভেঙে যায়। এদিকে তাঁর গাড়িতে হামলার খবর ছড়াতেই কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রের চেহারা নেয় ভবানীপুর চত্বর। এদিকে কল্যাণ চৌবের ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কিছুক্ষনের মধ্যেই পুলিশ নির্বাচন কমিশনকে জানিয়ে দেয় এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সংঘর্ষের সম্পর্ক নেই।  

এদিন প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত করে পুরো বিষয়টি। পুলিশ জানায় এখানে রাজনৈতিক সংঘর্ষের কোনও প্রশ্নই নেই। ফুটেজে দেখা যাচ্ছে এটা নিছকই একটা দুর্ঘটনা। যাকে ঘিরেই গণ্ডগোলের সুত্রপাত। একজন বাইক আরোহী সঙ্গে ধাক্কা লাগে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িটির। সেখান থেকেই বচসা এবং পরে তা গণ্ডগোলের রুপ নেয়।

দেখুন ভিডিও

এছাড়া পুলিশ সূত্রে খবর, কল্যান চৌবে যে গাড়িতে ছিলেন নির্বাচন কমিশন সেই গাড়ির কোনও অনুমতি দেয় নি। বৃহস্পতিবার কল্যাণ চৌবে যে লাল গাড়িটি চড়ছিলেন তাঁর নম্বর WB 02 AD 9114 কিন্তু নির্বাচন কমিশন যে গাড়িটির অনুমতি দিয়েছিলো তার নম্বর WB 12 AR 0093, আর এরপরই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে অথা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি হার নিশ্চিত জেনেই এসব নাটক করছে বিজেপি।

প্রসঙ্গত, কল্যাণ চৌবে অভিযোগে বলেছেন, এদিন বিকেলে শরৎ বোস রোডে তাঁর গাড়ি ঘিরে ধরে আচমকা হামলা চালায়। বড় রাস্তার উপর গাড়ি ঘিরে লাথি, চড়, ঘুষি চলতে থাকে। ইট-ধাতব জিনিস দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ডায়সেশন স্কুল, ১৬০ নম্বর বুথের কাছে ঘটে এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের তিন কেন্দ্রে চলছে উপনির্বাচন। কিন্তু সবার সমস্ত নজরই হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বুথে বুথে চলছে ভোটগ্রহণ। দিনভর মোটের শান্তিতেই ভোটগ্রহণ চললেও, বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মেলে। কিন্তু, এর মধ্যেই খালসা হাইস্কুলের বুথে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে তুলকালাম আর তারপর বিজেপি নেতার উপর হামলা দুয়ে মিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ভবানীপুরে।

Share.
Leave A Reply

Exit mobile version