কলকাতা ব্যুরো: আজ রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি। ওড়িশার নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
উত্তর পশ্চিমবঙ্গ সাগর ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এই জলীয়বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ওড়িশার নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বেশি ভোগাবে।
উত্তরবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে অন্যত্র। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়,মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়তে পারে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সকাল থেকেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ৮.৩ মিমি।
বর্ষা-বিদায় পর্ব শুরু হয়েছে।আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। নতুন করে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে সপ্তাহান্তে।