কলকাতা ব্যুরো: পুজোর মুখে ফের সুখবর শোনাল কলকাতা মেট্রো রেল। আগামী বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে চলেছে মেট্রো রেলের রেকের সংখ্যা। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে যাতায়াত করবে ৩২টি মেট্রো ৷ সোমবার এ কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আগামী বুধবার থেকে ২৪৬টি মেট্রোর বদলে চলবে ২৫৬টি মেট্রো। সারাদিনে ১২৮টি আপ ও ১২৮টি ডাউন মিলিয়ে চলবে মোট ২৫৬টি মেট্রো। দিনের ব্যস্ত সময়ে দুটি রেকের মধ্যে ব্যবধান থাকবে পাঁচ মিনিটের। এই বর্ধিত পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।
মোট মেট্রোর সংখ্যার মধ্যে ১৪৮টি (৭৪ আপ ও ৭৪ ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে। দিনের ব্যস্ত সময়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে ৩২টি পরিষেবা (১৬ আপ ও ১৬ ডাউন) যাতায়াত করবে। এই মেট্রোগুলির মধ্যে ৭টি আপ ও ৮টি ডাউন মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে।
শনিবার সারাদিনে চলবে মোট ১০৪টি মেট্রো, ৫২টি আপ ও ৫২টি ডাউন। শনি ও রবিবার শুধুমাত্র মেইনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে বলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। শনিবার সকাল ৮টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত চলবে মেট্রো৷ তবে ব্যস্ত সময়ের নিরিখে কখনও ৮ মিনিট, কখনও ৯ মিনিট ও কখনও ১০ মিনিট অন্তর মেট্রো চলবে৷ আর রবিবার সকাল ১০টা থেকে ১০.৩০, বেলা ১২.১০ থেকে ৪.১০ এবং রাত ৮টা থেকে ৯.৩০টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ও সকাল ১০.৩০টা থেকে ১২.১০ এবং বিকেল ৪.১০ থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চলবে ৷