কলকাতা ব্যুরো: কাল থেকে রাজ্যে বারগুলি চালুর অনুমতি দিলো রাজ্য সরকার। লক ডাউন ফোর পর্বে বার খোলার অনুমতি দেওয়া যেতে পারে বলে আগেই নির্দেশিকা জারি করেছিলো কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে জারি করা হয় এবিষয়ক বিজ্ঞপ্তি।
বার এবং অনশপগুলি খুললেও মোট আসন সংখ্যার ৫০ শতাংশ আসন একসঙ্গে ব্যবহার করা যাবে। কঠোরভাবে মানতে হবে কোভিড -১৯ সংক্রান্ত গাইডলাইন। বারে ডান্স ফ্লোর থাকলে ভিড় এড়াতে তা কোনো অতিথিকে ব্যবহার করতে দেওয়া যাবে না।
Previous Articleপরিবর্তিত পৃথিবী ও ভারতীয় অর্থনীতি
Next Article রাজ্যে সংক্রমণের স্থিতিতে করোনা লাগামের আশা