কলকাতা ব্যুরো: এবার রাজ্যে গ্রেফতার হলো এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ভাতার বাজার থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পুলিশ। তবে এর মধ্যে কোনও ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এই অনুপ্রবেশকারী ব্যক্তি। তখনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঠিক কোন উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভাতারে এসেছিল সে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, রুটিন নজরদারি চালাতে গিয়েই পুলিশের জালে পড়ে ওই অনুপ্রবেশকারী। বাজার এলাকায় কেউ মাস্ক পরছে কিনা তারই নজরদারি চলছিল। ভাতার থানার পুলিশের টহলদারি ভ্যানও তখন বাজারে ঘুরছিল। আর সেই সময়ই কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়ে লাল গেঞ্জি ও লুঙ্গি পরে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তখন তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। অসংলগ্ন কথাবার্তায় বেরিয়ে আসে অনুপ্রবেশ করার বিষয়টি। এরপর অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয় তাকে।

ভাতার থানা সূত্রে খবর, ধৃত যুবকের নাম ওসমান আলি। বাংলাদেশের খুলনা জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামের বাসিন্দা সে। তার কাছে বৈধ কাগজপত্র নেই। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে। তবে ওসমান আলি একাই বাংলাদেশ থেকে ভাতারে এসেছে নাকি আরও অনেকে এই রাজ্যে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version