কলকাতা ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আত্রেয়ী খালের ধারে হঠাৎই ধস নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। চোখের নিমেষে বাড়িগুলি চলে গেল খালের গর্ভে। ঘটনাটি ঘটেছে শনিবার বালুরঘাট শহরের গোপালন কলোনি এলাকায়। এতগুলি বাড়ি চোখের নিমেষে নদীগর্ভে চলে যাওয়ায় এলাকার বাসিন্দারা হতবাক। প্রাণহানি না ঘটলেও বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। প্রায় ১২ টি বাড়ি একেবারেই কালের গর্ভে চলে গিয়েছে।
প্রশাসন জরুরী ভিত্তিতে বাসিন্দাদের থাকার জন্য স্কুল খুলে দিয়ে, সেখানে শিবির তৈরি করে খাবার এবং জলের ব্যবস্থা করেছে। স্থানীয় শাসক বিশ্বরঞ্জন মুখার্জি পরিবারগুলোর জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
গতদিন ১৫ দিন ধরে টানা বৃষ্টিতে জলে ভাসছে উত্তরবঙ্গের নদী গুলি। বালুরঘাট শহরের মধ্যে দিয়ে গিয়েছে আত্রেই খাল। তাতেও জল টলমল অবস্থা। গত দু’দিন ধরে বৃষ্টি কমে কিছুটা এলাকা শুকনো হওয়ার পরেই ধ্বস নামতে শুরু করে ক্যানেলের একপাশে। এবং শনিবার রাত থেকে তা ব্যাপক আকার নেয়।
এ দিন বাড়িগুলি চোখের নিমেষে তলিয়ে যাওয়ার পরে, দ্রুত ওই খালের ধারে গার্ডওয়াল দেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। না হলে এমন হঠাৎ ধ্বসে ওই এলাকার আরো বহু বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version