কলকাতা ব্যুরো: এক আধ বার নয়। এই নিয়ে সাত সাত বার। রেকর্ড গড়ে পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন আধুনিক ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বীকে। রোনাল্ডো এই সম্মান জিতেছেন ৫ বার। দেখতে দেখতে তাঁর থেকে ২ বার বেশি এই সম্মান জেতা হয়ে গেল মেসির।

উল্লেখ্য, মেসি ও রোনাল্ডোর পরে তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা কেউই ৩ বারের বেশি জিততে পারেননি ব্যালন ডি’অর। পাশাপাশি মহিলাদের মধ্যে এই সম্মান পেলেন স্পেন এবং বার্সেলোনার তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস।

এদিকে অনূর্ধ্ব ২১ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেড্রি। বিশ্বের সেরা গোলকিপার হলেন জিয়ানলুইজি দোনারুমা। তবে স্বাভাবিক ভাবেই বাকিদের কাউকে নিয়ে উত্তেজনা ও উল্লাসের মাত্রা মেসির মতো লাগামছাড়া ছিল না। এদিন লিওনেল মেসির হাতে ব্যালন ডি’অর তুলে দেন বার্সেলোনার প্রাক্তন সতীর্থ লুইস সুয়ারেজ।

এদিন সেরা ফুটবলার মনোনীত হয়ে মঞ্চে বক্তব্য পেশ করার সময় মেসি বলেন, ‘আমি রবার্ট লেওয়ানডোস্কির নাম উল্লেখ করতে চাই। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সত্যিই গর্বের বিষয়। সবাই জানে এবং আমরা সকলেই মানি যে গত বছর তুমিই এই পুরস্কারের বিজেতা হতে। আমার মতে ফ্রান্স ফুটবলের তোমাকে ২০২০ সালে ব্যালন ডি’অর দিয়ে পুরস্কৃত করা উচিত এবং সেই পুরস্কার তোমার বাড়িতে শোভা বর্ধন করবে।’

এর আগে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে ব্যালন ডি ‘অর জিতেছিলেন মেসি। এবারও প্রত্যাশার পারদ চড়ছিল মেসিকে ঘিরেই। প্রবল উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন মেসি-ভক্তরা। শেষ পর্যন্ত সত্যি হল তাঁদের স্বপ্ন।

প্রসঙ্গত, রোনাল্ডো সেই অর্থে এবারের পুরস্কার জেতার চূড়ান্ত দৌড়ে ছিলেনও না। শেষ পর্যন্ত মেসির সঙ্গে লড়াই ছিল রবার্ট লেভানডস্কির। দুরন্ত ছন্দে থাকলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই থাকতে হল তাঁকে। সেরার সেরা মুকুট উঠল ফুটবলের জাদুকরের মাথাতেই।

Share.
Leave A Reply

Exit mobile version