কলকাতা ব্যুরো: বিজেপি কর্মী খুনের প্রতিবাদে আজ ১২ ঘন্টার বাগনান বনধ চলছে। অষ্টমীর রাতে গুলিবিদ্ধ হন বাগনানের বিজেপি কর্মী কিঙ্কর মাজি। বুধবার কলকাতার এনআরএস হাসপাতালে তার মৃত্যু হয়। তারপর থেকেই উত্তেজনা ছড়ায় বাগনানে। আজ বিজেপির ডাকে সেখানে পালিত হচ্ছে ১২ ঘন্টার বনধ।

সকাল থেকেই এলাকা থমথমে। অধিকাংশ দোকানপাটই খোলেনি। বনধ ব্যর্থ করতে সকাল থেকেই বাগনান স্টেশনে জমায়েত করে তৃনমূল। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ, রাফ। রয়েছে জল কামানও। এর আগে ব্যারাকপুরে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় পরদিন বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিলো ব্যারাকপুরেও।

Share.
Leave A Reply

Exit mobile version