কলকাতা ব্যুরো: ২৮ বছর বাদে সিবিআই-র বিশেষ আদালতের রায়ে হতাশা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেসও।

বুধবার এই প্রসঙ্গে তৃণমূলের লোকসভা সাংসদ সৌগত রায় বলেন, ‘ আমি খুবই হতাশ এই রায়ে। আদালত বলেছে পরিকল্পিত ভাবে বাবরি ভাঙ্গা হয়নি। এটা বিশ্বাসযোগ্য নয়। আমার মনে হয় এই রায় ভারতের ধর্মনিরপেক্ষতার উপর একটি ধাক্কা। এখন তো দেখছি আদালতের যে রায় হচ্ছে তার সবই বিজেপির পক্ষে যাচ্ছে। আশা করব এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল হবে। সেখানে কি রায় হয় দেখতে হবে।’

দুপুরে লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছিলেন, জুডিসিয়ারি ক্রমশ মোদিসিয়ারিতে পরিণত হচ্ছে। সিপিএমের পলিটব্যুরোর তরফেও বলা হয়, এর বিরুদ্ধে সিবিআই-র উচ্চ আদালতে আবেদন জানানো উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version