কলকাতা ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে সত্যের জয়, ন্যায়ের জয়। অবশেষে হাইকোর্টে এসএসসি দুর্নীতি মামালায় বিচার পেলেন ববিতা সরকার। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা জিতে এমনই প্রতিক্রিয়া মামলাকারীর। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে মামলাকারী জানান, সব সময় সত্যের জন্য লড়েছি। প্রভাবশালী বলে পিছিয়ে আসিনি। আজকের এই জয়ে খুব খুশি। আমার পরিবার খুশি। এখনও ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরাও খুশি।

শুক্রবার অঙ্কিতাকে স্কুল শিক্ষাকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। কিন্তু মোট কত টাকা ফিরিয়ে দিতে হবে অঙ্কিতাকে?

২০১৮ নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিতা। সেই সময়ে তাঁর মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। বেসিক ছিল ১৫ হাজার ৯৬০। ১২৫ শতাংশ ডিএ। ১৫ শতাংশ এইচআরএ। ৩ শতাংশ মেডিক্যাল। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষাকা হিসেবে ১ বছর বাদে তাঁর বেতন বেড়ে হয় ৪৯ হাজার ৪৯০। সেই হিসেবে তিনি গত ৪১ মাসে তিনি বেতন পেয়েছেন প্রায় ২০ লক্ষ ২৯ হাজার টাকা।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মোট দুটি কিস্তিতে অঙ্কিতা অধিকারীকে এই ২০ লক্ষ ২৯ হাজার টাকা ফিরিয়ে দিতে হবে। ৭ জুন এর মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে। ৭ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা শোধ করতে হবে।

এদিন বিচারপতির প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ে ববিতা বলেছেন, উনি আমার কাছে ভগবানের মতো। কিন্তু ওঁর নির্দেশ পেয়ে কমিশন কি ব্যবস্থা নেবে? আমি চার বছর ধরে অপেক্ষা করছি এই চাকরির জন্য। কমিশনকে তাই অনুরোধ করব, আমাকে ওই চাকরি দেওয়ার ব্যবস্থা করুন।

Share.
Leave A Reply

Exit mobile version