কলকাতা ব্যুরো: ভোট যত এগিয়ে আসছে, ততই তেতে উঠছে রাজ্য। উত্তরবঙ্গে এমনিতেই রাজনৈতিক ভাবে লড়াই সেয়ানে সেয়ানে। এরইমধ্যে জলপাইগুড়ির মেটেলি থানা এলাকায় সোনগাছির মোড়ে আলিপুরদুয়ার জেলার সহ সভাধিপতি মনোরঞ্জন দের উপরে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। হামলার ২৪ ঘণ্টা পরেও তদন্তে তেমন অগ্রগতি না হাওয়ায় চাপ বাড়ছে পুলিশের উপরে।
গতরাতে শিলিগুড়ি থেকে গাড়িতে ফেরার সময়ে মালবাজার পেরিয়ে সোনগাছির মোড়ে গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন মনোরঞ্জন। সেইসময়ে পিছন থেকে একটি গাড়ি এসে ভিতর থেকে দুস্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পায়ে লাগে। মোট তিন রাউন্ড গুলি করেছিলো দুস্কৃতীরা। যে গাড়ীকরে তিনি আলিপুরদুয়ারে আসছিলেন, সেই গাড়িতেই তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। ঘটনাস্হলে পুলিশ তল্লাশী চালাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। পুলিশের উপরে দু’পক্ষই চাপ বাড়াচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version