কলকাতা ব্যুরো : আশুতোষ কলেজে ভর্তি হচ্ছেন ইংরিজি অনার্স নিয়ে। শুনে তো সানি লিওনির আনন্দ আর ধরে না। টুইট করে বলিউড নায়িকা এবং পর্ণ স্টার তার হনেওয়ালা সহপাঠীদের জানিয়ে দিলেন , ” তোমাদের সঙ্গে পরের সেমিস্টারে দেখা হচ্ছে। ” সহপাঠীরা তো হেসে কুটি কুটি। রসবোধ আছে সানির। টুইট দেখে আপ্লুত ওই কলেজের বড়দারাও।

তারাও আবার টুইটারে মন্তব্য ছুঁড়ে দিয়েছেন, ” একদম ম্যাম আপনার সঙ্গে এক ক্লাসে পড়ার সৌভাগ্য কি মিস করা যায়।” আর বড়দারা আঙ্গুল কামড়ে বলছেন ” আমি তো সেকেন্ড ইয়ার। এক ক্লাস নিচু কেন হলাম না।”

Share.
Leave A Reply

Exit mobile version