কলকাতা ব্যুরো: শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গা পুজোর গাইড প্রকাশ করলেন পুলিশ কমিশনার সুকেশ জৈন l পুজো গাইড উদ্বোধনী অনুষ্টানে জৈন এলাকার নাগরিকদের পুলিশের সাথে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পুজোয় ঠাকুর দেখতে সকলকে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করতে হবে l জেলায় মোট ১১১২ টি পুজোর মধ্যে ৯৮৮টি পুজো কমিটির হাতে ইতিমধ্যে চেক তুলে দেওয়া হয়েছে l বাকিদের হাতেও সঠিক সময়ে চেক পৌঁছে যাবে l বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের অন লাইন পর্দায় পুজো পরিক্রমা দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে l

Share.
Leave A Reply

Exit mobile version