গৌর শর্মা
সম্প্রতি আসানসোল শহরে নন প্রসেনিয়াম নাট্য চর্চা বেড়েছে। করোনা আবহে নাট্যদল ও দর্শককুল দীর্ঘ দিন গৃহবন্ধী থাকায় হাঁপিয়ে উঠেছিল উভয়েই। পরিস্থিতি একটু স্থিতিশীল হতেই নাটকের পর নাটক আসানসোলে। কখনো রবীন্দ্র ভবনে, কখনোবা মঞ্চ ছাড়াই স্কুল বা খেলার মাঠে ব্যাক স্ক্রিন, ড্রপ স্ক্রিন, উইংস ও স্কাই ছাড়াই উন্মুক্ত খোলা আকাশের নীচে।
সম্প্রতি আসানসোলের নিউ আপার চেলিডাঙ্গা অথলিটিক্স ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী অঙ্গন নাট্য উৎসবে প্রদর্শীত হলো ছটি নাটক। রেপটারি থিয়েটারের পরিচালক স্বপন বিশ্বাস উপস্থাপনা করলেন নতুন আঙ্গিকে রথের রশি l রুদ্রপ্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় আসানসোল চর্যাপদ মঞ্চস্থ করলো নাটক অন্য রকম l এবং আমরা কল্লোল ভট্টাচার্যের নির্দেশনায় মহাকাব্যের পরে, কৌশিক ঘোষের পরিচলনায় ডানকুনির দৃশ্যকাব্যের ক্যাপাকাইটি, বিশিষ্ট মূকাভিনেতা কল্পতরু গুহের অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টের নাটক সতী ও সুমিত বন্দোপাধ্যায় পরিচালিত উড়ান গোষ্ঠীর দাবা সাফল্যের সাথে মঞ্চস্থ্য হয় এই মঞ্চে।
উদ্যোগক্তা সংস্থার উৎপল রায়চৌধুরী জানান, গ্রুপ থিয়েটার গুলির কাছে রবীন্দ্র ভবনের ভাড়া যথেষ্ট ব্যায় সাধ্য হওয়ায় কম খরচের বিভিন্ন জায়গায় নন প্রসেনিয়াম উপস্থাপনার মাধ্যমে নাট্য দলগুলি আরো অনেক বেশী দর্শকের কাছে পৌঁছাতে পারবে l