কলকাতা ব্যুরো: নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ চড়ছে ভোটের। আর সেই উত্তাপ এখন শুধু মুখের কথাতেই থেমে থাকছে না। যার নমুনা পাওয়া গেল শনিবার সকালে। আসানসোলের বারাবনীতে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি চলাকালীন সেখানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাতে চলল গুলি এবং বোমা। দুষ্কৃতীদের।

গুলিতে এক বিজেপি কর্মী জখম হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন বোমার আঘাতে। বোমা, ইট, গুলির লড়াইয়ে জ্বলে উঠলো বেশ কয়েকটি বাইক। রণক্ষেত্র চেহারা নিল বারাবনি এলাকা।

এদিন সকালে বিজেপি রাজ্যে তাদের নতুন কর্মসূচি আর নয় অন্যায় প্রকল্পের উদ্বোধন করে। সেই উপলক্ষে একটি মিছিল বের করা হয় বারাবনিতে। অভিযোগ, হঠাৎই সেই মিছিলকে লক্ষ্য করে প্রথমে বোমা ফাটানো হয়। তারপরে চলে গুলি। এতে ক্ষেপে গিয়ে পাল্টা বিজেপি সমর্থকরাও ইটপাটকেল ছোড়া শুরু করেন। একেবারে প্রকাশ্যে রাস্তার উপরেই পড়তে থাকে একের পর এক বোমা। কোথাও পুলিশের নাম গন্ধ ছিল না। দুষ্কৃতীরা এই গোলমাল এর মধ্যেই একের পর এক এক বাইকে আগুন জ্বালিয়ে দেয়। প্রায় ছ’ টি বাইক আগুনে জ্বলে যায়। বেশ কয়েকটি সাইকেল ভাঙচুর হয়। বোমা এবং গুলিতে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মিশন হাসপাতাল।

গোটা ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল বিজেপি ও তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি বানচাল করতে বারাবনীতে গোলমাল পাকিয়েছে বিজেপি। আসানসোলের প্রাক্তন তৃণমূল মেয়রের দাবি, বিজেপি নিজেরাই নিজেদের মধ্যে গোলমাল পাকিয়েছে।

যদিও বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্য, বারাবনিতে আজকের। ছবি গোটা রাজ্যের একটা উদাহরণ মাত্র। এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে তৃণমূল।

Share.
Leave A Reply

Exit mobile version