কলকাতা ব্যুরো: অরুণাচল থেকে অপহৃত পাঁচ যুবককে শনিবার ফিরিয়ে দিতে পারে চিনা সেনা। গত ২ সেপ্টেম্বর থেকে এই পাঁচ যুবক নিখোঁজ ছিলেন। তাদের চিনা সেনা অপহরণ করেছিল বলে স্থানীয় কংগ্রেস বিধায়ক টুইট করে অভিযোগ করেছিলেন। শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরন রিজু জু টুইট করে জানিয়েছেন, চিনের লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার কথা হয়েছে। পাঁচ যুবক চিনের সীমান্তে পৌঁছে গিয়েছিল। তারা সেখানকার সেনার হাতে রয়েছে।

মঙ্গলবার যে কোনো সময় তাদের ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে কিরন রিজুজু জানিয়েছেন। তার ট্যুইটের পর স্বস্তি নেমেছে অরুণাচলে। কেননা গত মার্চ মাসে একইভাবে সীমান্তবর্তী এক জেলার যুবক অপহৃত হয়েছে বলে অভিযোগ হয়েছিল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এরা অনেক সময় ভারতীয় ভূখণ্ড পার করে যায়, তা টেরও পায় না। এই অবস্থায় লাল আর্মির হাতে পড়ে গেলে তাদের আটক করা হয়।

২ সেপ্টেম্বর পাঁচ জন অপহরণের অভিযোগ সামনে আসে। তাদের সঙ্গে থাকা আরও দুই যুবক কোনক্রমে সীমান্তকে ভারতীয় ভূখণ্ডে ফিরে আসার পর অপহরণের কথা ছড়ায়। অরুণাচলের আপার সুবন্সিরি জেলায় দাঁড়া পাহাড় লাগোয়া লাইন অব একচুয়াল কন্ট্রোল এই ঘটনাটি ঘটেছিল।

Share.
Leave A Reply

Exit mobile version