কলকাতা ব্যুরো: লাদাখ বা ডোকলামে উত্তেজনার পর হঠাৎই এবার আতঙ্ক অরুণাচল প্রদেশ সীমান্তের গ্রামবাসী দের মধ্যে। অরুণাচলের পাঁচ গ্রামবাসীকে চিনা সেনা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সেখানকার কংগ্রেস বিধায়ক গোটা বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

ফলে এবার সাধারণ মানুষকে অপহরণ নিয়ে চীনের বিরুদ্ধে আবার নতুন করে উত্তেজনা বাড়ছে সীমান্ত এলাকায়। কংগ্রেসের এমএলএ নিনোং নৈনান অভিযোগ করেছেন, ওই পাঁচজন মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের অপহরণ করে পিপলস লিবারেশন আর্মি। তিনি আরো অভিযোগ করেছেন, চিনা সেনা অরুণাচলের একেবারে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে। যদিও তার দাবির কোন পাল টা এখনো বক্তব্য পাওয়া যায়নি।

নিজের ট্যুইট এর সঙ্গে ফেসবুক পোষ্টের স্ক্রিনশট দিয়েছেন নইনান। যেখানে প্রকাশ নামে এক ব্যক্তি দাবি করেছেন, যে পাঁচজনকে চিনা সেনা অপহরণ করেছে, তাদের মধ্যে তার দাদাও রয়েছেন। এই অবস্থায় যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার দাবি তুলেছেন ওই কংগ্রেস এমএলএ।

পাঁচজনের অপহরণের খবর শুনলেও এখনো তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই বলে জানিয়েছেন আপার শ্রাবন্তী জেলার পুলিশ সুপার। অন্যদিকে অরুণাচল পুলিশের এক সিনিয়র অফিসার বলেন, যে এলাকায় এই অপহরণের ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে সে এলাকার অত্যন্ত দুর্গম।

অরুণাচলের নাচো শহর থেকে ১১ দিন সময় লাগে হেঁটে সেখানে পৌছতে। ফলে সেখান থেকে কোনো খবর পাওয়া খুবই কষ্টসাধ্য। একমাত্র সেনাবাহিনীর থেকেই ওইসব এলাকার ব্যাপারে তথ্য পাওয়া যায়। তাই প্রশাসন এখন গোটা ঘটনা জানতে সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version