কলকাতা ব্যুরো: চিনের সঙ্গে টক্কর দিতে সীমান্তে সেনাবাহিনীর জন্য ৪৪ টি নব নির্মিত সেতুর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগেই ৫৪ টি সেতুর কাজ শেষ হয়েছে। অরুণাচল থেকে লাদাখ এর মধ্যে সেনাবাহিনীর গাড়ি, ট্যাংক যাওয়ার জন্য ১০২ সেতু বর্ডার রোড অর্গানিজেশনকে দিয়ে তৈরি কাজে সীলমোহর দিয়েছিল কেন্দ্র।

এদিন যে সেতু গুলির উদ্বোধন করা হলো, তার সবই লাইন অফ একচুয়াল কন্ট্রোলের কাছাকাছি এলাকার মধ্যে। এই ব্রীজ গুলির ৭০ টন গাড়ির ভার বহন করতে পারবে। ভারতের সেনাবাহিনীর কাছে সবচেয়ে ভারী ট্যাংক রয়েছে অর্জুন। যার ওজন ৬০ টন। আবার T 90 ট্যাঙ্ক বিশ্ব একেবারে সীমান্তের চলে যেতে পারে তার ভাবনা মাথায় রাখা হয়েছে এই সেতু গুলি তৈরীর সময়। সেই ট্যাংকের গুলির ওজন ৪৫ টন করে।

মূলত সেনা বাহিনীর জওয়ানদের একেবারে সীমান্তে পৌঁছানোর জন্য বর্ডার রোড অর্গানিজেশনকে ১০২ দুটি ব্রিজ তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেনাবাহিনী সূত্রের বক্তব্য, যেভাবে গত কয়েক মাস ধরে চিনা সেনাবাহিনী এই সীমান্তে তাদের সামরিক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে, সেখানে আর চুপ করে বসে থাকার কোন সুযোগ নেই। তাই বাকি সেতুগুলো দ্রুত বানানোর ব্যবস্থা করতে বলা।

৩ অক্টোবর হিমাচল প্রদেশ এ গিয়ে অটল টানেলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগের সরকারকে সেনাবাহিনীর পরিকাঠামো গড়ার ক্ষেত্রে দুর্বলতা নিয়ে একহাত নিয়েছিলেন। কেন চিনার সেনাকে আগের থেকেই সীমান্তে রোখার চেষ্টা হয়নি, সে প্রশ্ন তুলেছেন বিজেপির প্রধান। যেভাবে অরুণাচল থেকে লাদাখের মধ্যে মাঝেমাঝে চিন সেনা লাইন অফ কন্ট্রোল পেরোনোর চেষ্টা করছে, তাতে এবার ভারতের সেনাবাহিনী পাল্টা সবরকম প্রতিরোধের রাস্তায় হাঁটছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আর তারই অঙ্গ হিসেবে তড়িঘড়ি সীমান্তের এই সেতু গুলি তৈরির উদ্যোগ বলেও ধারণা তাদের।

Share.
Leave A Reply

Exit mobile version