কলকাতা ব্যুরো: তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে পাশের বাড়ির এক যুবক দিনের পর দিন ধর্ষণ করে তার স্ত্রীকে। এই কথা জানতে পেরে থানায় অভিযোগ না করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য গুলি কিনতে গিয়েছিলেন স্বামী নিউটাউনে। সেখানেই তার হাতে থাকা একটি গুলির স্যাম্পল দেখিয়ে যখন আরো কয়েকটি গুলি কেনার চেষ্টা করছিলেন, তখনই ইকো পার্ক থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
বরানগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন ওই দম্পতি। তার স্ত্রী কয়েকদিন আগে স্বামীর কাছে অভিযোগ করেন, তিনি বাড়িতে না থাকলে পাশের ঘরের ভাড়া থাকা এক ফুচকাওয়ালা তাকে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর কথা বলেন স্বামী। কিন্তু তিনি জানান, তার কাছে কোন প্রমাণ নেই। তখনই তারা ওই ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য খুঁজে পেতে একটি রিভলভার ও এক রাউন্ড গুলিও জোগাড় করেন ওই ব্যক্তি।
কিন্তু একটি মাত্র একটি গুলিতে কাজ হাসিল নাও হতে পারে, এই আশঙ্কায় আরও বেশ কয়েকটি গুলি কেনার জন্য এদিন সকালে বরানগর থেকে নিউটাউন এ যান ওই ব্যক্তি। সঙ্গে থাকা এক রাউন্ড গুলি দেখিয়ে এমন আরও কয়েকটি গুলি কেনার আগ্রহ দেখান। সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও ধর্ষণে অভিযুক্ত সেই ফুচকাওয়ালার বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ করা হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version