কলকাতা ব্যুরো: এক দশকের বেশি সময় আগে এক মেয়েকে নিয়ে উৎসাহে উন্মাদনায় মেতে ছিল সিকিম। আবার এবার আরেক মেয়েকে নিয়ে গর্বিত হচ্ছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্য। এবার ডাক্তার দীপশিখা ছেত্রী অতি গর্বের ধন সিকিমের।

কারণ ভারতীয় সেনাবাহিনীতে, চিকিৎসক- ক্যাপ্টেন হিসেবে যোগদান করলেন দীপশিখা। সিকিমের দ্বিতীয় নারী, যিনি সেনাবাহিনীতে এমন একটা পদে যোগ দিতে চলেছেন। সর্বভারতীয় ক্ষেত্রে মহিলাদের মধ্যে যিনি ছ নম্বর হয়েছেন। একইসঙ্গে চিকিৎসক ও অন্যদিকে সেনা আধিকারিক হিসেবে তিনি আট মাসের ‘ফিল্ড’ এখন শেষ করতে চলেছেন। তার জন্য গর্বিত তার রাজ্য। গ্যাংটকের রাজেন্দ্র কুমার ছেত্রীর মেয়ে দীপশিখা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন বলে গর্বিত সিকিমবাসী।

যেমন ২০১০ ও ২০১১ পর পর দু বছর ইউ পি এস সি পরীক্ষায় সুযোগ পেয়ে অপরাজিতা রাই সিকিমের মেয়ে সাড়া জাগিয়েছিলেন। ওই রাজ্য থেকে প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে যোগ দেন পশ্চিমবঙ্গ ক্যাডারে। অপরাজিতা বর্তমানে কলকাতা পুলিশের উচ্চ পদে কর্মরত। মহিলাদের মধ্যে প্রথম সর্বভারতীয় পরীক্ষা দিয়ে পুলিশের অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন, ফলে তাকে নিয়ে গর্বিত হয়েছিল একসময় সিকিম। তারপরে এখন দীপশিখা সিকিমের বাসিন্দাদের আরো উৎসাহী করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version