কলকাতা ব্যুরো: পরিচালক অনুরাগ কাশ্যপকে তলব করল মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষ তাকে ২০১৩ সালে ধর্ষণ এবং শ্লীলতাহানীর অভিযোগ নিয়ে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন। মুম্বাইয়ের ভারসোভা পুলিশ থানায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় পরিচালক অনুরাগকে থানায় হাজির হতে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, মহিলাদের অসম্মান, জোর করে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।

এর আগেই অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে মুম্বাইয়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি এই অভিনেত্রী। এমনকি এই ঘটনায় বিচার পেতে তিনি মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অনুরাগ কাশ্যপ প্রভাবশালী বলে তাকে পুলিশ গ্রেপ্তার নাও করতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়ে রেখেছিলেন। এমনকি অনুরাগকে গ্রেপ্তার না করলে তিনি আমরণ অনশনের হুমকি দিয়েছিলেন। যদিও এই অভিযোগ একেবারেই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বলে আগেই আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ।

কিন্তু পায়েল ঘোষ এর এই অভিযোগ নিয়ে এখন বলিউডে বিভক্ত। অনুরাগ কাশ্যপের সঙ্গে পূর্বে কাজের সুবাদে তার ইতিবাচক আচার-আচরণের প্রসঙ্গ তুলে ধরে যেমন কিছু অভিনেত্রী বক্তব্য পেশ করছেন, তেমনি পায়েল ঘোষ এর পক্ষে দাঁড়িয়েছেন অনুরাগের প্রাক্তন স্ত্রী। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পায়েল ঘোষ এর হয়ে সওয়াল করেছেন। আবার শিবসেনার তরফে ইঙ্গিত, অভিযোগের মধ্যে কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।

সবমিলিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য, বলিউডের মাদক যোগ নিয়ে যখন মুম্বাই ব্যস্ততার মধ্যে, অনুরাগ কাশ্যপকে নিয়ে তখন নতুন বিতর্ক বলিউডে।

Share.
Leave A Reply

Exit mobile version