কলকাতা ব্যুরো: তিনি যে ভাষায় কথা বলেন, এবার প্রায় সেই ভাষাতেই তাকে হুমকি দিলেন তৃণমূলেরই এক নেতা। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল টাকা ধার নিয়েছেন। সেই টাকা ফেরত না দিলে তাকে গুলি করার হুঁশিয়ারি দিলেন বর্ধমানের গুসকরার তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়।

অনুব্রত মণ্ডলকে তিনি হুমকি দিয়েছেন, এই অভিযোগে মঙ্গলবার সকালে গুসকরা পুলিশ গ্রেপ্তার করে পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। পুলিশের গাড়িতে বসেই এরপর নিত্যানন্দ স্বীকার করে নেন, ধারে নেওয়া ২০ লক্ষ টাকার শোধ না দেওয়ায় তিনি হুমকি দিয়েছিলেন। এখানেই শেষ নয়, এরপর তিনি বলেছেন, ধার নিয়ে এখনো টাকা ফেরত দেয়নি। টাকা যদি না যায় গুলি করে মেরে দেবো। রাজনৈতিক বিরোধিতা থেকে দলে থেকেও তার ভিন্ন সুরে কথা বলা নেতা বা নেত্রী থেকে পুলিশ – সকলকেই মারধর, বাড়ি জ্বালিয়ে দেওয়া, বোমা মারার মতো চোখা চোখা শব্দ ক্যামেরার সামনে বলে অভ্যস্ত বীরভূমের তৃণমূল সভাপতি।

তার সেই ভাষায় পুলিশ হেফাজতে দাড়িয়ে তার বিরুদ্ধে শুনিয়ে দিলেন গুসকরার নেতা নিতাই চ্যাটার্জী। তার দাবি, অনুব্রত মণ্ডলকে কুড়ি লক্ষ টাকা তিনি ধার দিয়েছিলেন। তার বক্তব্য, এখন আর সেই টাকা ফেরত দিচ্ছে না অনুব্রত। উল্টে তাকেই হুমকি দেয়া হচ্ছে। এরপরই পুলিশের ঘেরাটোপে প্রায় দুষ্কৃতীদের ভাষাতেই নিতাই চ্যাটার্জীর হুঁশিয়ারি, ধার নিয়ে টাকা ফেরত দিতেই হবে। না হলে ওকে গুলি করে মেরে দেবো। কত বড় নেতা হয়েছে তা দেখে নেব।

যদিও এর পাল্টা অনুব্রত মণ্ডলের বক্তব্য, আমি ওর কাছে কোন টাকা ধার নিইনি। ওর লাইসেন্স আর লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র আছে। প্রাণে মেরে দিতে পারে। অনুব্রতর বক্তব্যের সুর শুনে যেন মুখ টিপে হাসছেন তারই সাঙ্গ-পাঙ্গরা।

Share.
Leave A Reply

Exit mobile version