কলকাতা ব্যুরো : কি এই রোগ কেউ জানে না। কিন্তু এরই মধ্যে ২৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ২৪ ঘন্টায়। তাদের মধ্যে বেশকিছু শিশু রয়েছেন। মৃত্যু হয়েছে এক মহিলার। অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার এলরু এলাকার ঘটনা এটি। অসুস্থ হয়ে পড়া ওই এলাকার বাসিন্দাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন শনিবার আচমকা বাসিন্দারা একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মাথাব্যথা, শরীরে অস্বস্তি, বমি বমি ভাব এসব থেকেই হঠাৎই মৃগীর মত খিঁচুনি শুরু হয় স্থানীয়দের। এভাবেই এক রাতের মধ্যে একে একে ভর্তি করতে হয় মহিলা শিশুসহ ২৯০ জনকে। ৪৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে এই রোগে তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে সাতজন বাদে আর সবাই চিকিৎসার পর মোটামুটি বিপদমুক্ত। সাতজনকে বিজয়ওয়াড়া একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক মহিলা মারা যান।

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান জল থেকেই এমন ঘটনা ঘটেছে। জলে বিষক্রিয়া হয়ে যাওয়ায় তা থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন বেশকিছু স্থানীয় মানুষ। প্রশাসনের তরফে জানা গিয়েছে ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। অসুস্থ হয়ে যাওয়া বাসিন্দাদের বাড়ির জল পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় পৌঁছে যান অন্ধ্রপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে গিয়েও বাসিন্দাদের খোঁজ নেন মন্ত্রীরা। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

Share.
Leave A Reply

Exit mobile version