কলকাতা ব্যুরো: রাজনৈতিক কাজে এনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এ রাজ্যে নিরাপত্তা বিষয়ক বৈঠক করলেন অমিত শাহ। শনিবার রাজ্যে জঙ্গী কার্যকলাপ এবং সীমান্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভার্চুয়াল এই বৈঠকে সীমান্ত এলাকা দিয়ে কিভাবে জঙ্গী এবং মাদক পাচার নিয়ে না না তথ্য তাকে জানান অফিসাররা।
তা ছাড়াও গরু পাচার এবং সুন্দরবনের জল সীমানায় সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত গরু পাচারের সঙ্গেই বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে মাদক এবং জাল টাকা এরাজ্যে পাচার নিয়ে বেশ কিছু নতুন তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলে যেনে নিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি মনিপুর থেকে মায়ানমার সীমান্ত পেরিয়ে সোনা এবং মাদক উত্তরবঙ্গ শিলিগুড়ি হয়ে একদিকে পাঞ্জাব, হরিয়ানা চলে যায়। পাশাপাশি কলকাতাতেও চলে আসে। এ বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন বলে সূত্রের খবর।