কলকাতা ব্যুরো : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক নেতারা যে ভারত বনধের ডাক দিয়েছিলেন তার প্রভাব পড়েছে প্রায় ভারত জুড়েই। রাজনৈতিক মহলে এমন ও আলোচনা শুরু হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী ঐক্য গড়ে উঠতে পারে। তাই তড়িঘড়ি আজি ষষ্ঠ দফার আলোচনায় বসার আগে কৃষকদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্র সরকার।

আগামীকাল ষষ্ঠ দফার আলোচনার কথা ছিল কৃষকদের সঙ্গে। কিন্তু তার আগেই অমিত সাহ আলোচনায় ডাকলেন কৃষকদের। উল্লেখ্য আজ বন্ধে বেশ ভালই প্রভাব পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন জায়গায় দোকান বাজার বন্ধ ছিল এবং ১১ টি রাজনৈতিক দল কৃষক এই আন্দোলনকে সমর্থন করেছেন। রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন দেখা গেছে। স্বাভাবিকভাবেই কৃষক বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলার জন্য মরিয়া এখন কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত কৃষকের সঙ্গে আলোচনা করেছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল অথবা কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি।

বাধ্য হয়ে এবার অমিত শাহ নিজেই ডাকলেন কৃষকদের। কিছুদিন আগে নরেন্দ্র মোদির বাড়িতেও কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক হয়েছে কৃষক আন্দোলন নিয়ে। কৃষক নেতা রাকেশ টিকাইট আজ জানিয়েছেন অমিত সাহা তাকে ফোন করে সন্ধে সাতটায় একটি বৈঠকে যোগ দিতে বলেছেন। কৃষকদের পক্ষ থেকে জানা গেছে তারা এই বৈঠকে যোগ দেবেন।

Share.
Leave A Reply

Exit mobile version