কলকাতা ব্যুরো: রাজ্যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। বক্তা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। বৃহস্পতিবার সকালে বাকুড়ায় পৌঁছেই সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, বাংলায় যেভাবে বিরোধীদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করে রাখার জন্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না।

বাংলার মতো রাজনৈতিক ভাবে সচেতন রাজ্যে মানুষ আগামী বিধানসভায় তৃণমূলকে জবাব দেবে বলেও দাবি অমিত শাহের। তার বক্তব্য, এ রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। এই অবস্থায় এ রাজ্যের মানুষের পাশে থাকার অধিকার নিয়েই তার এই সফর বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

যদিও অমিত শাহের এই সফরকে নাটক বলে অভিহিত করেছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। তার বক্তব্য, বিজেপির সঙ্গে কোন অন্তজ শ্রেণীর মানুষের যোগাযোগ নেই। পিছিয়ে পড়া মানুষের কেন্দ্রীয় সাহায্য পায় না। কেন্দ্রীয় মন্ত্রী এসে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তৃণমূলের।

Share.
Leave A Reply

Exit mobile version