কলকাতা ব্যুরো: শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সোয়া দশটা নাগাদ তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে তারপরে ভবতারিণীর মন্দিরে যান।
মিনিট পনেরো সেখানে কাটিয়ে বিজেপির সর্বভারতীয় নেতা বেরিয়ে যান। সেখান থেকে তিনি দক্ষিণ কলকাতায় সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন।
এদিন সকালে অমিত শাহ দক্ষিণেশ্বরে গেলে তাকে চন্দন তিলক পরিয়ে অভ্যর্থনা করেন অগ্নিমিত্রা পাল। ছিলেন বিজেপির মহিলা ব্রিগেডের সদস্যরাও। কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায়ের মতো নেতারা তার সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন।