কলকাতা ব্যুরো : আগামী বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনের দখল নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্যে এসে এমনই কথা শুনিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যে এসেছেন অমিত শাহ। বিজেপির প্রাক্তন সভাপতি বৃহস্পতিবার সকালে বাঁকুড়া যান। শহরের রবীন্দ্রভবনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেন।

এর আগে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিতে যান অমিত শাহ। সেখানে কিছুক্ষণের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। বাংলায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার করবে বিজেপি।

অমিত শাহ জানান, বুধবার রাত থেকে বাংলায় আছি। যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষের যেমন রাগ রয়েছে সে রকম নরেন্দ্র মোদী সরকারের প্রতি আস্থা চোখে পড়ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় আবার পরিবর্তন আসবে। অসম্ভব দারিদ্র্যতে রয়েছে বাংলার মানুষ। তাদের কাছে কেন্দ্রের কোন সাহায্য যাচ্ছে না। আদিবাসীদের ঘর তৈরি টাকা, কৃষকদের বছরে ছয় হাজার টাকা, গরিব পরিবার পিছু কেন্দ্রের ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা – কেন্দ্রের কোন সাহায্য পৌঁছছে না। রাজ্য সরকার যদিও এভাবে বিজেপিকে রোধ করতে পারবে বলেই দাবি অমিতের।

আজ আরেকবার অমিত শাহের গলায় সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি শোনা গিয়েছে। বাংলা পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন বাংলা একটি সীমান্ত রাজ্য। বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে আছে। তিনি বলেন বাংলার বেকার যুবকদের চাকরি দিতে, গরীবি ঘোচাতে একবার বিজেপিকে একটা সুযোগ দিন। আমরা সোনার বাংলা গড়ে দেখাবো।

আজ বাঁকুড়ায় একগুচ্ছ কর্মসূচী রয়েছে অমিত শাহের। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের সঙ্গে সঙ্গে সমাজের বিশিষ্টজনের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি গ্রামে একটি আদিবাসী পরিবারে গিয়ে মধ্যাহ্নভোজন সারেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version