কলকাতা ব্যুরো: আসানসোল পুর নিগমের নতুন প্রশাসক মাননীত হলেন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান অমর চ্যাটার্জি l বিগত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর আসানসোল পুর নিগমের প্রশাসক পদে মাননীত হন বিদায়ী মেয়র জিতেন্দ্র তেওয়ারি l দলের অভ্যন্তরীণ দ্বন্ধে জিতেন্দ্র ওই পদ থেকে পদত্যাগ করেন l
যদিও বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারির চলে যাওয়া নিয়ে প্রবল জল্পনা হয় তখন। কিন্তু শেষ মুহূর্তে কোন এক অজ্ঞাত কারণে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলার পরেই ফের তৃণমূলের ঘরে ফেরেন জিতেন্দ্র। তৃণমূলে থেকে গেলেও কিন্তু তাকে আর তার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ ফিরিয়ে দেয় নি দল। নতুন করে অমর চ্যাটারজিকে ওই পদ দিয়ে দেওয়ায় এখন কানাঘুষো জিতেন্দ্র তিওয়ারির তৃণমূলে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।
এমনিতেই শোনা যাচ্ছিল বাবুল সুপ্রিয় সহ বিজেপির রাজ্যের কিছু প্রভাবশালী নেতা জিতেন্দ্রর পদ্ম পৌঁছনোর রাস্তায় কাটা বিছিয়ে ছিলেন। আবার তিনি তৃণমূলে থেকে গিয়েও যে আগের পদ ফিরে পেলেন না, তাতে অনেকেই মনে করছেন, রাজনৈতিক ভবিষ্যৎ প্রাক্তন মেয়রের অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল।

Share.
Leave A Reply

Exit mobile version