কলকাতা ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলির মত জানতে সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্র। আজ বিকেল পাঁচটায় সেই বৈঠক হওয়ার কথা।
মঙ্গলবারই সংসদে প্রতিরক্ষামন্ত্রী সীমান্তে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন। চিন সীমান্তে শর্ত লংঘন করছে, তাও বুঝিয়ে দিয়েছিলেন তিনি।
এই পরিপেক্ষিতে সীমান্তে জওয়ানরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, একইভাবে সংসদে এ ব্যাপারে একাত্ম হওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রাজনাথ।