কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে করোনা সংক্রমণের গতি অতি বিচিত্র। কোন জেলার যেমন নির্দিষ্ট প্রবণতা নেই, আবার কোন জেলার পরিস্থিতি আগাম আঁচ করাও যায় না। বিশেষ করে আলিপুরদুয়ারের করোনা গতি রহস্যময়। হঠাৎ কমে যায়, হঠাৎ বেড়ে যায়। বেশ কয়েকদিন ৫০-এর নীচে থাকার পর রবিবার দেখা গেল একদিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে গিয়েছে ৯৫। আবার কোচবিহার কয়েকদিন ১০০-র ওপর থাকার পর রবিবার নেমে গেল ৬৯-এ। একমাত্র জলপাইগুড়ি জেলা প্রথম থেকেই সংক্রমণে লাগাতার এগিয়ে থাকছে। কখনও খুব কমছে না।

রবিবারের পরিসংখ্যানেও এই জেলায় আক্রান্তের সংখ্যা ৯৮। শিলিগুড়ি বরং অনেকটা কমে হয়েছে ৩১। উত্তরবঙ্গের অন্যান্য জেলার করোনা পরিস্থিতি অপরিবর্তিত। রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মালদহে আক্রান্ত ৮২, উত্তর দিনাজপুরে ৫০ ও দক্ষিণ দিনাজপুরে ৩৯। এই ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে মৃতের সংখ্যা ৬। ২ জন দার্জিলিং, ২ জন জলপাইগুড়ির, ১ জন উত্তর দিনাজপুর ও ১ জন দক্ষিণ দিনাজপুরের।

Share.
Leave A Reply

Exit mobile version