কলকাতা ব্যুরো : আজ তিনটের সময় দিল্লির বিজয় ভবনে আন্দোলনকারী কৃষকদের বৈঠকে ডাকলেন কেন্দ্র সরকার। কৃষি বিল প্রত্যাহার নিয়ে দিল্লির সীমানায় বেশ কিছুদিন ধরে কৃষকরা আন্দোলন করছেন। সারা উত্তর ভারত জুড়ে এখন শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহে একজন কৃষক মারা গেছেন। স্বাভাবিকভাবেই এখন কেন্দ্র সরকারের উপরে চাপ বেড়েছে। অমিত শাহ মঙ্গলবার তার একটি অনুষ্ঠান বাতিল করেছেন। সোমবার গভীর রাতে বিক্ষোভরত কৃষকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। স্বাভাবিকভাবেই কৃষকের সঙ্গে বৈঠকের দিন এগিয়ে আনা হলো।

গত ১৩ ই নভেম্বর কৃষকদের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। তাতে ঠিক হয়েছিল ৩ ডিসেম্বর কৃষকদের সঙ্গে ফের বৈঠক করা হবে। কিন্তু কভিদ পরিস্থিতি এবং ঠান্ডার কারণে সেই বৈঠক আজকে হবে বলে কেন্দ্র সরকার সূত্রে খবর পাওয়া গেছে। ৩২ টি কৃষক সংগঠন কে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় কিষান সভা, কৃতি ইউনিয়ন, পাঞ্জাব ক্রান্তিকারী ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন কৃষক সংগঠনগুলি কে আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কৃষক আন্দোলনের অন্যতম নেতা এবং স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে যোগেন্দ্র যাদব জানিয়েছেন আলোচনার দরজা তারা বন্ধ করেননি। কিন্তু এই আলোচনা শর্তহীন এবং আন্তরিক হওয়া বাঞ্ছনীয়।

কৃষি আইনের প্রত্যাহারের দাবি জানিয়ে কৃষক ইউনিয়নগুলি বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় অবরোধ করে আন্দোলন করছিলেন। প্রথমে তাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের দিল্লিতে ঢোকা থেকে নিরস্ত্র করেছিল কেন্দ্র সরকার। কিন্তু পরিস্থিতির অবনতি ঘটায় তাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়েছিল। ১৩ ই নভেম্বর একটি বৈঠক হয়েছে। আজ আরেকটি বৈঠক হতে চলেছে। তবে কেন্দ্র সরকার মাত্র ৩২ টি সংগঠনকে ঢাকায় খুশি নন পাঞ্জাব সংঘর্ষ কমিটি। তারা জানিয়েছেন ৫০০ র বেশি কৃষক সংগঠন রয়েছে। তাহলে সরকার কেন ৩২ টি কৃষক সংগঠন কে বৈঠকে ডাকছে। উল্লেখ্য ২০২০ তে পাস হওয়া কৃষি আইন নিয়ে শুরু থেকেই আন্দোলনে রয়েছে দেশের কৃষক সমাজ। গত কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে একাধিক কৃষক সংগঠন। ঠান্ডার মধ্যে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ চলছে দিল্লির বেশ কয়েকটি সীমান্ত এলাকায়। তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। অমিত শাহের দেওয়া শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছেন। নতুন আইন অধিকার ছিনিয়ে নিয়ে তাদের আরও অসহায় করবে বলে তারা মনে করছেন।

এদিকে সোমবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানে কৃষকদের বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন বিরোধী দলগুলি কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মন কি বাতে বলে এক অনুষ্ঠানে মোদি জানিয়েছেন এই কৃষি বিল কৃষকদের ভালো করবে। কিন্তু কৃষকরা তা মানতে নারাজ। দিল্লিতে এখন আন্দোলন চলছে। পরবর্তীকালে তাদের শর্ত মানা না হলে সারা দেশ জুড়ে তারা আন্দোলন করবেন বলে খবর পাওয়া যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version