কলকাতা ব্যুরো: বার্নপুর বারি ময়দান মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বি, জে, পি প্রার্থী অগ্নিমিত্রা পল l এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বার্নপুর বারি ময়দান মন্দির প্রাঙ্গনে তিনি এসে পৌঁছলে বি, জে, পি কর্মীরা স্লোগান দিতে শুরু করেন l অগ্নিমিত্রা বারি ময়দানের শিব মন্দির, কালী, কৃষ্ণ ও বাজরংওয়ালি মন্দিরে পুজো দেন l মাল্যদান করেন নেতাজি ও স্বামী বিবেকানন্দের মূর্তি অগ্নিমিত্রা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আসানসোল আমার জন্ম ভূমি l ছোটো বেলায় গরমকালে লুয়ের সময় আম পোড়া সরবত খেয়ে এখানে বড় হয়েছি। ফলে প্রচারে কোন বিঘ্ন ঘটবে না। আমার পূর্ব পরিচিত এই গরম l তিনি আরো বলেন – আমার বিধান সভার জল কষ্ট মেটানোই হবে আমার প্রথম কাজ l এদিন তিনি বার্নপুর বাজারে নির্বাচনী প্রচার করেন l

Share.
Leave A Reply

Exit mobile version