কলকাতা ব্যুরো: বর্ষার সঙ্গে পশ্চিম বঙ্গপোসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী কয়েকদিন বেশকিছু রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে একদিকে উড়িষ্যা, অন্ধপ্রদেশ ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাটে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন এরাজ্যে আকাশ মেঘলা এবং কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একদিকে আরবসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী হচ্ছে। যার জেরে ৯ জুলাই থেকে পশ্চিম উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোঙ্কন উপকূল, গোয়া, মহারাষ্ট্র উপকূল, কর্নাটক, কেরলে ১১ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ১১ জুলাই তার আসল রূপ ধরতে পারে। তবে তার আগেই ওড়িশা, উপকূল অন্ধ্র, বাংলার সাগর উপকূল ও তেলেঙ্গানায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
এ রাজ্যে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পাশাপাশি কোথাও বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন ওইসব এলাকায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে উত্তর-পূর্বের রাজ্যগুলি, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ৯ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলেও জানানো হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী, গোটা জুলাই মাস জুড়েই বৃষ্টি চলবে। একদিকে বর্ষা অন্যদিকে নিম্নচাপের বৃষ্টিতে এবার কৃষিক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনো পর্যন্ত কোন রাজ্যে বৃষ্টির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হওয়ার কথা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।