কলকাতা ব্যুরো: টানা ৩৫ বছরের লড়াই। নেলসন ম্যান্ডেলার স্বপ্ন। অবশেষে সার্থক। পোলিও-র অভিশাপ মুক্ত আফ্রিকা। ৪৫টি দেশে পোলিও নির্মূল হয়েছে বলে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকার সার্টিফিকেশন কমিশনের এক অনুষ্ঠানে স্বীকৃতি ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, জনস্বাস্থ্য অভিযানের এই সাফল্য প্রমাণ করলো বিজ্ঞান ও সহযোগিতা হাত ধরাধরি করে চললে যেকোন ভাইরাসকে নির্মূল করা সম্ভব।

এই সাফল্যের পিছনে আছে আফ্রিকার লক্ষ লক্ষ জনস্বাস্থ্য কর্মীর লাগাতার লড়াই। দারিদ্র্য পীড়িত আফ্রিকার গ্রামে, প্রত্যন্ত এলাকায় নাছোড় পোলিও অভিযানের সাফল্য মিলল এতদিনে।

রাষ্ট্রপ্রধান থাকাকালীন নেলসন ম্যান্ডেলা আফ্রিকা থেকে পোলিও তাড়াও কর্মসূচি গ্রহণ করেছিলেন। পোলিওয় চিরতরে পঙ্গু হয়ে যাওয়া ছিল আফ্রিকার দৈনন্দিন অভিশাপ। ভারত আগেই পোলিও মুক্ত বলে ঘোষিত হয়েছে। যদিও করোনা সংক্রমণের ভয়ে এবং লকডাউনের কারণে যেভাবে পালস পোলিও কর্মসূচি ব্যাহত হয়েছে, তাতে রোগটি ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কোন কোন বিশেষজ্ঞ।

ভারতীয় উপমহাদেশে আর মাত্র দুটি দেশে এখন পোলিওর অভিশাপ আছে। দেশ দুটি হল পাকিস্তান ও আফগানিস্তান। শিশুদের দিতে হয় বলে পোলিওর টিকা হয় তরল। এই তরল টিকা খাওয়ানো হয়। ১৯৬১ সালে এই তরল টিকা প্রথম প্রস্তুত করেন অ্যালবার্ট সাবিন।

Share.
Leave A Reply

Exit mobile version