কলকাতা ব্যুরো: কাবুল বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণের দায় নিল জঙ্গি সংগঠন আইএস। বৃহস্পতিবারের হামলায় কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে। কাবুল প্রশাসন সূত্রে খবর, হামলা চালিয়েছে আইএস খোরাসান গোষ্ঠী। জঙ্গি হামলায় মৃতদের তালিকায় ১৩ জন মার্কিন সেনার পাশাপাশি বেশ কয়েকজন অ্যামেরিকানও রয়েছেন বলে জানা গিয়েছে।

এক নয় পরপর তিনবার। সেই সঙ্গে এলোপাথাড়ি গুলির শব্দ। মুহূর্তের মধ্যে কাবুল বিমানবন্দর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আশঙ্কা অবশ্য তৈরি হচ্ছিল বৃহস্পতিবার সকাল থেকেই। অস্ত্র হাতে কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছিল তালিবানরা। চরম সতর্কতা জারি করেছিল আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। আর বিকেলে ইতালির একটা বিমান কাবুল বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমান লক্ষ্য করে উড়ে এসেছিল ঝাঁকে ঝাঁকে গুলি।

তারপর থেকেই আচমকা কাবুল বিমানবন্দরের বাইরের পরিস্থিতি থমথমে হতে শুরু করে। আর রাত আটটা বাজার আগেই কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর চত্বর। একের পর এক বিস্ফোরণ। জানা গিয়েছে দুটি ‘আত্মঘাতী’ বিস্ফোরণ হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটারে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারছি যে একটি জটিল হামলার কারণে অ্যাবে গেটে (বিমানবন্দরের মূল গেট) বিস্ফোরণ হয়েছে। তার জেরে একাধিক মার্কিন নাগরিক এবং সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। আমরা নিশ্চিত করতে পারছি যে ব্যারন হোটেলের কাছে বা ব্যারন হোটেলে কমপক্ষে আরও একটি বিস্ফোরণ হয়েছে। যা অ্যাবে গেটের কাছেই।

মার্কিন সেনাকে আফগানিস্তান ছাড়ার জন্য ৩১ আগস্ট অবধি ডেডলাইন দিয়েছিল তালিবান। কিন্তু, তার পাঁচদিন আগেই কাবুল বিমানবন্দরের বাইরে ঘটে গেল একের পর এক ভয়াবহ বিস্ফোরণ।

কাবুলের পর বিস্ফোরণ হয় কাজাখস্তানেও। অন্যদিকে, তালিবানের তরফে বিস্ফোরণের নিন্দা করা হলেও, বিমানবন্দরের নিরাপত্তা যে মার্কিন সেনার হাতে, তা মনে করিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই বিস্ফোরণের আগে, আফগানিস্তানে ঘটে যায় আরেকটা বড় ঘটনা। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে গৃহবন্দি করে তালিবান। একইসঙ্গে গৃহবন্দি করা হয় প্রাক্তন আফগান সিইও আবদুল্লা আবদুল্লাকেও।

এদিকে আত্মঘাতী হামলার ষড়যন্ত্রকারীদের খুঁজে বার করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এরপরেও আফগানিস্তান থেকে সাধারণ মানুষকে উদ্ধারের কাজ চলবে। বৃহস্পতিবারই কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার সতর্কবার্তা জারি করেছিল আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। রাত হতে না হতেই সেই আশঙ্কা সত্যি হল। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে কাবুলে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে ভারত।

Share.
Leave A Reply

Exit mobile version