কলকাতা ব্যুরো: তালিবানের রাজত্ব কায়েম হয়েছে আফগানিস্তানে। এই আবহে সবথেকে বেশি আতঙ্কিত মহিলারাই। ইতিমধ্যেই জারি হয়েছে নানা রকম ফতোয়া। এরই মাঝে বিস্ফোরক দাবি এক আফগান মহিলার। মৃতদেহকেও ধর্ষণ করে তালিবানিরা। হ্যাঁ, এমনই ভয়ঙ্কর সত্যি সামনে আনলেন এক আফগান মহিলা পুলিশ। তিনি জানিয়েছেন মৃত্যুর পরও তালিবানি সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই মহিলাদের।
মুসকান নামে ওই আফগান মহিলা পুলিশ দিল্লি আসার পর এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। আফগান প্রদেশ তালিবানদের দখলে আসার পর তিনি বুঝেছিলেন পালিয়ে আসা ছাড়া আর কোনও উপায় নেই। প্রসঙ্গত, মৃতদেহের সঙ্গে যৌন মিলনের অভ্যাসকে বলা হয় নেক্রোফিলিয়া। ওই মহিলা পুলিশ জানিয়েছেন, নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখেছেন তিনি।
তালিবানরা কতটা নৃশংস হতে পারে, তার বর্ণনায় মুসকান জানিয়েছেন, প্রতিটি পরিবার থেকে একজন মেয়েকে তুলে নিয়ে যায় তারা। এরপর ধর্ষণ নয়তো গুলি করে খুন, এটাই রীতি।