কলকাতা ব্যুরো: বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের আকাশসীমা। যার ফলে কোনও বিমান ওই পথে ঢুকতে পারছে না । আজ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আফগানিস্তানের এয়ারস্পেস বন্ধ থাকায় কাবুলে বিমান পরিষেবা বন্ধ রয়েছে । সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কাবুল যাওয়ার কথা ছিল। কিন্তু, তা আপাতত বন্ধ রয়েছে । এদিকে, আফগানিস্তানের আকাশসীমা এড়ানোর জন্য বেশ কয়েকটি বড় বিমান সংস্থা তাদের উড়ানের যাত্রাপথ পরিবর্তন করেছে কিংবা ফিরিয়ে দিয়েছে ।

আমেরিকা, ব্রিটিশ, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলি আফগানিস্তানের এয়ারস্পেস ব্যবহার করতে চাইছে না ৷ বর্তমানে,আমেরিকা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলিকে একটি উপসাগরীয় দেশে ডাইভার্ট করা হচ্ছে । জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য নতুন রুট নির্ধারণ করছে ।

প্রসঙ্গত, রবিবার থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা গিয়েছে৷ কাবুল তালিবানের দখলে যেতেই জনস্রোত আরও বাড়তে থাকে। রবিবারই ১২৯ জন ভারতীয়কে কাবুল থেকে ফিরিয়ে আনে এয়ার ইন্ডিয়ার বিমান। কেন্দ্রের তরফেও এয়ার ইন্ডিয়াকে দুটি বিমান প্রস্তুত রাখতে বলা হয়েছিল। সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কাবুল যাওয়ার কথা ছিল কিন্তু, তাতে কোনও লাভ হল না । আফগানিস্তানের আকাশসীমাই যে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, যত সময় এগোচ্ছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি খারাপ হচ্ছে । বিমানে উঠতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে রীতিমতো । পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সেনা শূন্যে গুলি ছোড়ে । ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ।

Share.
Leave A Reply

Exit mobile version