কলকাতা ব্যুরো: যারা অভিমান করে কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন তাদের দলে ফেরার আহ্বান জানালেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর তার প্রথম সাংবাদিক বৈঠকে আব্দুল মান্নানকে পাশে বসিয়ে অধীরের বক্তব্য, অভিমান করে যারা কংগ্রেসকে ছেড়ে ছিলেন তারা ফিরে আসুন, যোগ্য সম্মান পাবেন।
এই দিনের বৈঠকে সিপিএম তথা বামপন্থী দলগুলোর সঙ্গে জোট দৃঢ় করার ইঙ্গিত করেছেন অধীর। তার কথায়, ২০১৬ সালে এই ঘরে বসে বাম ও কংগ্রেসের সমঝোতা ঘোষণা করেছিলাম। সিপিএম বা বামপন্থীদের সঙ্গে আমরা সমঝোতা আরো দৃঢ় করতে চাই।

একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপির বিরোধিতা করতে রাজ্যে বামেদের সঙ্গে জোট একমাত্র পথ, তাও এদিন বুঝিয়ে দেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তৃণমূলকে মোকাবিলা করতে আমরা প্রস্তুত। তার বক্তব্য, একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর অন্যদিকে স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধেই আমাদের লড়াই। বামেদের সঙ্গে রাজনৈতিক নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা নির্বাচনের জোটে রূপান্তরিত করা হবে বলেও জানান অধীর।

Share.
Leave A Reply

Exit mobile version