কলকাতা ব্যুরো: প্রত্যাশিতভাবেই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে সরাসরি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই ভাষণ দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, দিল্লির কাছে বাংলা হাত পাতবে না।

Only the most deserving candidate will be given a ticket in the upcoming Panchayat Elections. – Shri Abhishek Banerjee It is only with people's support and only with people's love that you can become a candidate. No other seal is worthy enough! #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখন ধর্মতলায় বৃষ্টি হচ্ছে মুষলধারে। যা দেখে অভিষেক কর্মীদের উদ্দেশ্যে বললেন, বৃষ্টি ২১ জুলাইয়ের জন্য শুভ। ২১ জুলাই যতবার বৃষ্টি হয়েছে, ততবার বিরোধীরা ধরাশায়ী হয়েছে। তারপর মিনিট কুড়ির সংক্ষিপ্ত ভাষণে বিজেপি আক্রমণ করলেন। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কর্মীদের মীরজাফর বলে উল্লেখ করে সমালোচনায় সরব হলেন। তাঁর কথায়, তৃণমূলকে যতই আঘাত করা হবে, ততই শক্ত হবে দল।

এছাড়া কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, তৃণমূল করতে গেলে নির্ভয়ে ও লোভ ছাড়াই করতে হবে। কাছের লোক হলেই পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না বরং মানুষ যাঁকে চাইবে তাঁকে প্রার্থী করা হবে। একই সঙ্গে তাঁর বার্তা, মানুষের জন্য ভাবলে তবেই তৃণমূল করা যাবে।

Trinamool Congress has a mission to ensure that the country sees an end to the autocratic regime. – Shri Abhishek Banerjee

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

এরপরই তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, এদিনের সমাবেশ থেকে পঞ্চায়েত গড়ার লড়াই শুরু হলো। একই সঙ্গে দিল্লিতে গণতান্ত্রিক সরকার গড়ার লড়াই শুরু হল বলেও জানিয়েছেন অভিষেক। আর সেই লড়াইয়ে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও তৃণমূল জিতবে বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Trinamool Congress stands for the people, stands for the grassroots, for their interests. – Shri Abhishek Banerjee We are not a party of hoarders and profiteers. Those who come to us with that goal have no space in our family. #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

তিনি টেনে এনেছেন গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও ৷ তাঁর কথায়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল একটু খারাপ হয়েছিল। সেই কারণে বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে দেবে বলে হুমকি দিয়েছিল। তৃণমূলে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু কোনও লাভ হয়নি বরং ২১৪টি আসন জিতেছে তৃণমূল৷

21st July is the day of many emotions, it is a day of great sacrifice, a day of perseverance. Our National General Secretary Shri Abhishek Banerjee reiterates from the bottom of his heart the importance of this immense day.

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তোপ দাগেন মোদি সরকারের বিরুদ্ধে। অভিষেক জানিয়েছেন, বাংলার মানুষের জন্য প্রকল্প বাংলার নামেই হবে। টাকাও বাংলা যোগাবে। বাংলা কোনওদিন কেন্দ্রের ভরসায় ছিল না। আর কোনওদিন থাকবেও না।

Share.
Leave A Reply

Exit mobile version