কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এরপরই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এই দাবি জানিয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। এধরনের মানুষজনকে এবার গ্রেপ্তার করা দরকার।

উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করেন তিনি। বলেন, বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা? স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটারে অভিষেক লেখেন, এধরনের ভুলভাল কথা বলা ব্যক্তিদের এবার গ্রেপ্তার করা উচিৎ। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে বিজেপি নেতারা এভাবে কথা বলেন? তিনি আরও লেখেন, রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। তাঁদের নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই নেই।

তবে এই প্রথমবার নয়। এর আগেও মুখ্যমন্ত্রীর সম্পর্কে একাধিক কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Share.
Leave A Reply

Exit mobile version