কলকাতা ব্যুরো : মুর্শিদাবাদ থেকে আলকায়দা সন্দেহে ৩২ বছরের যুবক আব্দুল মোমিনকে গ্রেফতার করে এন এই এ। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এন আই এর পক্ষ থেকে জানানো হয় তার জঙ্গি কার্যকলাপ ও এবং আল কায়দার সঙ্গে যোগাযোগের জন্যই গ্রেফতার করা হলো তাকে।

এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আল কায়দা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে জাতীয়তাবাদ বিরোধী এবং জঙ্গি কার্যকলাপ এর সঙ্গে যুক্ত আছে। তদন্ত করে জানা গেছে আবদুল মোমিন মূর্শিবাবাদ জেলায় একজন শিক্ষক হিসাবে রায়পুর দাদুর হুদা ইসলামিয়া মাদ্রাসায় পড়াতেন এবং আল কায়দার ডাকা বেশ কিছু মিটিংয়ে অংশ নেন। এছাড়াও তিনি এক কায়দার জন্য নতুন মুখের সন্ধান করতেন। ছোটো বা কম বয়সী ছেলেদের আল কায়দায় যোগ দেওয়া এবং জঙ্গি কার্যকলাপ করার জন্য অর্থ সংগ্রহ করার জন্য উৎসাহিত করতেন। তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ডিজিটাল জিনিসপত্র ও উদ্ধার করা হয়েছে।

এখনও পর্যন্ত ১১ জনকে এই ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। আবদুল মমিন কে মুর্শিদাবাদ আদালতে তোলা হয়েছে এবং দিল্লি নিয়ে যাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ব্যাপারে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এন আই এ।

Share.
Leave A Reply

Exit mobile version