কলকাতা ব্যুরো; শুধুমাত্র শ্রমিক স্পেশালেই মৃত্যু হয়েছে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের। সংসদে একথা জানান রেল মন্ত্রী পীযূষ গোয়েল। ২৫ থেকে ৯ সেপ্টেম্বর সময়কালের তথ্য পেশ করেন তিনি। বাদল অধিবেশন শুরুর প্রথম দিনই রাজ্যসভায় এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেদিন অবশ্য কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়ে ছিলেন, এই ধরণের তথ্য রাখার রেওয়াজ নেই। ডেরেক বলেন, তথ্য গোপন করে মুখ লুকাতে চাইছে কেন্দ্র।

Share.
Leave A Reply

Exit mobile version