কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল আনার প্রতিবাদে সর্বভারতীয় যৌথ মঞ্চ কৃষি সংক্রান্ত তিনটি বিলের বিরোধিতা করে ২৫ সেপ্টেম্বর দেশ জুড়ে বনধ ও প্রতিবাদের ডাক দিল। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চের তরফ এ জানানো হয়েছে, এই বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর সারা ভারতে বনধের সঙ্গে সঙ্গেই ব্যাপক আকারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে তৃতীয় সংশোধনী বিল ২০২০ লাগু হলে দেশে ডিজেল ও পেট্রোলের দাম বাড়বে। এই বিল লাগু হলে সরকারের তরফে কৃষকদের থেকে শস্য কেনা একেবারে বন্ধ হয়ে যাবে। ফলে ফলে তৈলবীজ, পেঁয়াজ, আলুর মত সবজির উপর থেকে জরুরী পণ্যের তকমা মুছে যাবে। তাই এর প্রতিবাদে সারাদেশে বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনের সর্বভারতীয় যৌথ মঞ্চ।

Share.
Leave A Reply

Exit mobile version