কলকাতা ব্যুরো: মাদক মামলায় এবার পুলিশের জালে বলিউডের আরও এক তারকা. রবিবার অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করলো নারকোটিকস কন্ট্রোল ব্যুরো৷ তাঁর বাড়ি থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ার পর শনিবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি৷ তবে উত্তর সন্তোষজনক না হওয়ায় রবিবার সকালে অভিনেতাকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর৷

শনিবার সন্ধ্যায় আরমান কোহলির বাড়িতে হানা দেয় এনসিবি-র একটি দল৷ এক আধিকারিক জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কিছু নিষিদ্ধ মাদক৷ এরপরই তাঁকে আটক করে দক্ষিণ মুম্বইয়ে এনসিবি-র অফিসে নিয়ে যাওয়া হয়৷

সূত্রের দাবি, কোহলির বাড়ি থেকে স্বল্প পরিমাণে কোকেন উদ্ধার হয়েছে৷ তার জেরেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে ও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে৷ এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছে অজয় রাজু সিং নামে এক মাদক পাচারকারীকেও৷

আরমান কোহলি অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য সলমন খানের প্রেম রতন ধন পায়ো৷ আরমান টিভি রিয়্যালিটি শো বিগ বসেরও প্রতিযোগী ছিলেন৷ তাঁকে গ্রেফতারের আগের দিনই মাদক মামলায় টেলিভিশনের অভিনেতা গৌরব দীক্ষিতকেও গ্রেফতার করে এনসিবি৷

অপরদিকে বলিউডের অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর পরপরই মাদক মামলায় জড়িয়ে যায় বলিউডের বেশ কয়েকজন তারকার নাম৷ দফায় দফায় তাবড় সেলিব্রিটিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গ্রেফতারও হতে হয়েছে বেশ কয়েকজনকে ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল আরমান কোহলির নাম ৷ সুশান্তের মৃত্যুর সঙ্গেও মাদক জড়িয়ে রয়েছে কি না, তার তদন্ত চলছে ৷

Share.
Leave A Reply

Exit mobile version